Tuesday , 18 November 2025

বেলকুচির বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার। 

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার (১৭ নভেম্বর সোমবার)বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরের আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

 

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

১৯৮৯ সালে জাতীয়তাবাদী দল বিএনপির দলের
যোগদানের মধ্যে দিয়ে ৩৬ বছরের রাজনৈতিক জীবনের পথচলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডলের। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পযার্য়ের পদ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্না মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম এর সুপারিশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরে, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে হাজী আব্দুর রাজ্জাক মন্ডলের আবেদন বিবেচনা ও বিষয়টি পর্যালোচনা করে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

এদিকে সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট।
আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া খবরে স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তাঁদের বক্তব্য, রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দল আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।

Check Also

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধ, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নো য়াখালী বেগমগঞ্জ উপজেলায় গাছ কাটাকে …