Tuesday , 18 November 2025

সাতক্ষীরা সদরে ধানের শীষের সমাবেশ জনসমুদ্রে পরিনত

॥  মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০২ (সদর–দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী  আব্দুর রউফ-এর সমর্থনে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় নেতৃবৃন্দ  বলেন,“আলহাজ্ব আব্দুর রউফকে বিজয়ী করতে যেমন দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তার প্রতি আস্থা রয়েছে এবং আগামীতেও থাকবে। এই জনসমাগম তার জনপ্রিয়তারই প্রমাণ।” পুরো কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে ছিল নির্বাচনী উদ্দীপনা ও উৎসবের আবহ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালিতে আসনটির দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, পোস্টার ও ধানের শীষের প্রতীক লাগানো ফেস্টুন হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে অগ্রসর হন।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় নেতৃবৃন্দ  বলেন,“আলহাজ্ব আব্দুর রউফকে বিজয়ী করতে যেমন দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তার প্রতি আস্থা রয়েছে এবং আগামীতেও থাকবে। এই জনসমাগম তার জনপ্রিয়তারই প্রমাণ।” পুরো কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে ছিল নির্বাচনী উদ্দীপনা ও উৎসবের আবহ। সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক শেখ তারিকুল হাসান, কৃষক দলের সাবেক আহবায়ক  আহসানুল কাদির স্বপন, জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য সচিব অধ্যক্ষ  মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, কামরুজ্জামান ভুট্টো,  হাফিজুর রহমান মুকুল, আয়নুল ইসলাম নান্টা, শফিকুল আলম বাবু, ফরিদ,শেখ শরিফুজ্জামান সাজিব,  মামুনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা নিউ মার্কেট হয়ে খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্লোগানের মাধ্যমে প্রার্থীকে সমর্থন জানান। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মনুষের স্বতস্ফুর্ত উপস্থিতি র‍্যালিটি ও সমাবেশকে আরও উৎসাহব্যঞ্জক করে তোলে। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহ স্লোগানে স্লোগানে মুখরিত হয়।

Check Also

সিরাজগঞ্জের তাড়াশে দেওড়া গ্রামের ঐতিহ্যবাহী নববানের মেলা: ভোর থেকে উৎসবের আমেজ

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮নং দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া …