॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় নিজেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) ও শেষ নবী দাবি করা এক যুবককে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
ভিডিও বার্তায় যুবক আরো বলেন আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি আল্লাহতালার শেষ নবী মোহাম্মদ রসুল। আমাকে নিয়ে হাসি বিদ্রুপ করবেন না। হাসি বিদ্রুপ করা ঠিক না।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবক ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজেকে শেষ নবী ও রাসুল বলে ভিডিওটি গত ১৮ নভেম্বর আপ করে তার নিজ নামীয় টিকটক আইডি @rjrasel139 থেকে নিজেকে আল্লাহ তাআলার রাসুল এবং মোহাম্মদ দাবি করা সহ হিন্দু ধর্মের লোকজনকে মূর্তি পূজা না করতে পোস্ট করে।
ভিডিও বার্তায় যুবক আরো বলেন আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি আল্লাহতালার শেষ নবী মোহাম্মদ রসুল। আমাকে নিয়ে হাসি বিদ্রুপ করবেন না। হাসি বিদ্রুপ করা ঠিক না। হিন্দু মা বোনদের মুর্তি পুজা করতে বারণ করে ভিডিও বার্তায় যা অপরাধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
মুহুর্তে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সহ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয় লোকজন তাকে ধরে মোংলা থানায় নিয়ে আসে। ধর্মীয় অনুভূতিতে আঘাতদান সহ সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করে মোংলা থানা পুলিশ।
শেষ নবী বলে দাবি করা যুবক মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড’র ঢালির খন্ড এলাকার মোঃ কামরুল ঢালীর ছেলে রাসেল ঢালী।
বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান, তিনি আরো বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও বার্তার কারনে রাসেল নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে শেষ নবী রাসুল দাবী সহ মুর্তি পুজা না করার ভিডিও বার্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল