॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে কে পাবেন বিএনপির মনোনয়ন তা নিয়ে উত্তেজনা বিরাজ করছে মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের মধ্যে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা যুক্ত রাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের কথা তবে মাঠ গোছাতে থেমে নেই কেউই। তবে নেতাকর্মীরা বলেছেন কেন্দ্রীয়ভাবে যাঁকে ভালো মনে করে মনোনয়ন দিবেন আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষেই কাজ করবেন বলে জানান তাঁরা।
এই আসনটিতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে কিন্তু এখন পর্যন্ত দল কোন সিদ্ধান্ত না নেওয়াই মাঠ পর্যায়ে ছুটে চলেছেন অনেকেই।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক ত্যাগী মাটি ও মানুষের নেতা এ জেড এম রেজাওনুল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জিয়া পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক প্রফেসর আলহাজ্ব ড.মোঃ নওশের ওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, মাটি ও মানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু, দিনাজপুর ১.২.৩.৪. ৬.আসনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচিত হলেও ৫ আসনটিতে এখনো কেন্দ্রীয় মোতাবেক কোন প্রার্থীদের ঘোষণা না করায় মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদের মধ্যে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক মাটি ও মানুষের নেতা এ জেড এম রেজাওনুল হক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা যুক্ত রাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের কথা তবে মাঠ গোছাতে থেমে নেই কেউই।
তবে নেতাকর্মীরা বলেছেন কেন্দ্রীয়ভাবে যাঁকে ভালো মনে করে মনোনয়ন দিবেন আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষেই কাজ করবেন বলে জানান তাঁরা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল