Thursday , 20 November 2025

রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ সংলগ্ন বিশ্বরোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আবারো প্রাণ গেল এক পশু চিকিৎসকের

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়কে আবারো ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

 

ডা. সাইফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহকর্মী ও স্থানীয়রা দোষীদের সঠিক তদন্তসহ নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের একমুখী যান চলাচল ও ডিভাইডার না থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন স্থানীয় পশু চিকিৎসক ডা. মোঃ সাইফুল ইসলাম।

এ এলাকার মানুষ জানায়, ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন বিশ্বরোড অংশটিতে নিয়মিতই দুর্ঘটনা ঘটে থাকে। গত কয়েক মাসে শুধুমাত্র এই জায়গাটিতেই প্রাণহানি হয়েছে অন্তত ১০ জনের। রাস্তার অসম্পূর্ণ নির্মাণ, ডিভাইডার না থাকা এবং অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা এখন আতঙ্কে পরিণত হয়েছে আশপাশের কয়েক গ্রামের মানুষের জন্য।

স্থানীয়রা জানান, বারবার দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে “পল্লী বিদ্যুৎ রোড” এখন এলাকার মানুষের কাছে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের দাবি—দ্রুত রাস্তার ডিভাইডার নির্মাণ, গতিরোধক স্থাপন এবং নিয়মিত পুলিশি টহল দেওয়া হলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা কমে আসবে।

ডা. সাইফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহকর্মী ও স্থানীয়রা দোষীদের সঠিক তদন্তসহ নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।

Check Also

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রীকে বিয়ে করলেন একই স্কুলের শিক্ষক

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ক থায় আছে, প্রেম নাহি মানে জাতিকুল, ভেদাভেদ, এই প্রতিবাদ্যকে …