॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
ঐ হিত্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সলঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক করতোয়ার সলঙ্গা প্রতিনিধি কোরবান আলী সভাপতি, দৈনিক দিনকালের সলঙ্গা প্রতিনিধি এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও দৈনিক কলম সৈনিকের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বর্তমানে কিছু কিছু নব্য সাংবাদিক এই মহৎ পেশার মান ক্ষুন্ন করছেন, যা অপ্রত্যাশিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে সলংগার সাংবাদিকতা একটি স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন বলেন, সাংবাদিক পেশা হলো একটি মহৎ পেশা। যা সমাজের দর্পণ হিসাবে ব্যবহৃত। একজন সাংবাদিকের মাধ্যমে সমাজের নানা ধরনের অন্যায়, অত্যাচার, অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন চিত্র কলমের কালিতে সমাজের চোখে তুলে ধরা। তবে বর্তমানে কিছু কিছু নব্য সাংবাদিক এই মহৎ পেশার মান ক্ষুন্ন করছেন, যা অপ্রত্যাশিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে সলংগার সাংবাদিকতা একটি স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। ইনশাআল্লাহ।
এছাড়াও সহসভাপতি রফিকুল ইসলাম মিয়া (দৈনিক আজকালের খবর), শাহ আলী জয় ( দৈনিক কালবেলা), যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শওকত (দুর্জয় বাংলাদেশ),সেখ রফিকুল ইসলাম (দৈনিক সিরাজগঞ্জ বার্তা), অর্থ ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম স্বপন (বাংলাদেশ সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিন সরকার (খোলা কাগজ ও চ্যানেল এস), সাহিত্য ও পাঠাগার সম্পাদক রেজাউল করিম (আমার সংবাদ) ও কার্যনির্বাহী সদস্য হিসেবে সোহেল রানা (মোহনা টিভি) নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে গ্লোবাল সংবাদ সহ সলঙ্গার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল