॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে NESCO এর প্রিপেইড মিটার গ্রাহকদের উপেক্ষা করে জোরপূর্বক স্থাপনের প্রতিবাদে এ্যাকের পর এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছেন বিদ্যুৎ গ্রাহকগণ ও ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ।
প্রিপেইড মিটারের ধারণ ক্ষমতা ও বিল কমবেশীর পরিক্ষা করার কথা জানালে দুই একজন পরিক্ষা করতে প্রিপেইড মিটার স্থাপনে মত প্রকাশ করেন এরপর থেকেই ফুলবাড়ীতে গ্রাহকদের না জানিয়ে এ্যাকের পর এক প্রিপেইড মিটার স্থাপন করায় গত ২ নভেম্বর বেলা ১১ টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেন
গত ৩০ অক্টোবর রাজশাহী ও রংপুর বিভাগে NESCO এর আওতাধীন এলাকায় সরকারি অর্থায়নে প্রি প্রিমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মিটার স্থাপন বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী এ সময় উপস্থিত ছিলেন হাসিবুর রহমান প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প NESCO মোঃ মনির হোসেন নির্বাহী প্রকৌশলী প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প NESCO রংপুর মোঃ সাজ্জাদ হোসেন সহকারী প্রকৌশলী প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প রংপুর মোঃ জাকির হোসেন সহকারী প্রকৌশলী প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প NESCO রংপুর মোঃ আহসান হাবিব নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-২ NESCO দিনাজপুর মোঃদেলোয়ার হোসেন আবাসিক প্রকৌশলী ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ NESCOফুলবাড়ী দিনাজপুর মোঃ আলেফুর রহমান সহকারী প্রকোশলী ফুলবাড়ী বিদুৎ সরবরাহ NESCO দিনাজপুর মোঃ রাকিবুল হোসেন সহকারী প্রকৌশলী ফুলবাড়ী বিদুৎ সরবরাহ NESCO দিনাজপুরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বিষয়ে আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া পর্যন্ত স্থগিত থাকার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী এবং প্রিপেইড মিটারের ধারণ ক্ষমতা ও বিল কমবেশীর পরিক্ষা করার কথা জানালে দুই একজন পরিক্ষা করতে প্রিপেইড মিটার স্থাপনে মত প্রকাশ করেন এরপর থেকেই ফুলবাড়ীতে গ্রাহকদের না জানিয়ে এ্যাকের পর এক প্রিপেইড মিটার স্থাপন করায় গত ২ নভেম্বর বেলা ১১ টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেন ফুলবাড়ীর নেসকোর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকগণ এবং গত ২০ নভেম্বর শহরের এন এন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অতিরিক্ত ব্যয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন ও গ্রাহকদের উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে ৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন সম্মিলিত নাগরিক সমাজ এরপরও প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করায় সংশ্লিষ্ট মহলের প্রতি ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিদ্যুৎ গ্রাহকগণ ও সম্মিলিত নাগরিক সমাজ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল