॥ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বেলা ১১টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক ও একুশে টিভির জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক ১৩ সদস্যের উপরোক্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা সংবাদদাতা ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আব্দুল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক ইনকিলাব ও ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ-সম্পাদক দৈনিক নয়াদিগন্তের মুহাঃ জিললুর রহমান ও দপ্তর সম্পাদক আল ইমরান।

নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জল ও দক্ষিণ অঞ্চল প্রতিনিধি জেলা প্রতিনিধি আব্দুল গফুর সরদার ও ড়েইলী অবজারভার, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম জিললুর রহমান।
এর আগে বেলা ১১টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক ও একুশে টিভির জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক ১৩ সদস্যের উপরোক্ত কমিটি গঠন করা হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল