Saturday , 10 January 2026

মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মাহফিলে হাজারো মুসল্লিদের উপস্থিতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

২২ নভেম্বর শনিবার উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর হাজির মোড়ে অবস্থিত মা আমিনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

মাহফিলে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জিয়া পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক প্রফেসর আলহাজ্ব ড.মোঃ নওশের ওয়ান এর সভাপতিত্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী সাদেক। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী।

মাহফিলে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ মানিক মন্ডল,আলহাজ্ব মোঃ মতিউর রহমান মুকুল, ডাঃসোলাইমান মন্ডল,মোঃ মামুনুর রশিদ মামুন।
মাহফিলে হাজারো মুসল্লিদের উপস্থিতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

Check Also

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র সীমান্তে অধীনাস্থ বিজিবি’র ভারতীয় মাদক আটক।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় …