Monday , 24 November 2025

মোংলায় নৌবাহিনীর ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রেজা কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রনে

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি বিয়ার ও মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে।

 সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

২৪ নভেম্বর সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া উইং। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Check Also

উল্লাপাড়ায় শীতের ভাপা-পিঠায় জমজমাট ব্যবসা, সংসারের হাল ধরেছেন পিঠা ব্যবসায়ী হোসেন আলী

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শী তের আমেজ বাড়তে না বাড়তেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় …