॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
বাং লাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন নতুন কল-কারখানা স্থাপন করা হবে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এদেশের মানুষ যদি আমাদের কে দেশ পরিচালনা করার সুযোগ দেয়, আমরা বাংলাদেশকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ।”
বিগত ৫৪ বছরে রাষ্ট্রক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো সরকারি কল-কারখানা গড়ে তোলার পরিবর্তে লোকসানের অজুহাত দেখিয়ে সেগুলোকে দলীয় ব্যক্তিদের মধ্যে বণ্টন করেছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় রূপান্তরিত হয়ে বর্তমানে বাণিজ্যিক স্থাপনায় পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জঙ্গলখামার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলান রফিকুল ইসলাম খান আরো বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে শিল্প খাতকে সচল ও প্রসারিত করার যে সুযোগ ছিল, পূর্ববর্তী সরকারগুলো সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। জনগণের অর্থে প্রতিষ্ঠিত লাভজনক বা লোকসানের মুখে থাকা সরকারি কল-কারখানাগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টিকিয়ে রাখার পরিবর্তে, লোকসানের মিথ্যা অজুহাত তুলে সেগুলো দলীয় প্রভাবশালীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় দেশের বহু গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান আজ তার মূল উদ্দেশ্য হারিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীতন্ত্রের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে এই ভুল নীতির পরিবর্তন করে দেশের শিল্প খাতকে সত্যিকারের অর্থে শক্তিশালী করা হবে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে দক্ষ নেতৃত্ব এবং সুশাসন অপরিহার্য। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ইতিমধ্যেই একদল দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়ে তুলেছে, যারা দেশ পরিচালনার জন্য প্রস্তুত।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এদেশের মানুষ যদি আমাদের কে দেশ পরিচালনা করার সুযোগ দেয়, আমরা বাংলাদেশকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ।”
নির্বাচনী সাধারন সভায় শ্রমিক কল্যাণ ফেডারশনের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের সঞ্চলনায় আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন জামায়াত সভাপতি নূরুল ইসলাম আকন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল