Thursday , 27 November 2025

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার সকালে পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ, টিকা কার্যক্রম ও খামার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন ও যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা।

বক্তারা প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ, টিকা কার্যক্রম ও খামার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করেন।

এবারের প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, খামারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানসহ মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। প্রদর্শনীতে উন্নত জাতের পশুপাখি, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, ফিড ম্যানেজমেন্ট, ভেটেরিনারি সেবা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে খামারি ও দর্শনার্থীদের সরাসরি ধারণা দেওয়া হয়। সপ্তাহ উদযাপনকে ঘিরে প্রাণিসম্পদ দপ্তর চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খামারি, কৃষক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তোলে।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালী অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ …