॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥
দে শীয় জাত আধুনিক প্রযুক্তি প্রানীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রানীসম্পদ প্রদর্শনী ২০২৫-উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী তিনি গবাদিপশু লালন পালন ও মোটা তাজা করে লাভবান হওয়ার খামারিদের নানা দিক নির্দেশনা প্রদান করেন।
বুধবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে এসে ফিতা কাটার মধ্য দিয়ে প্রানীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী তিনি গবাদিপশু লালন পালন ও মোটা তাজা করে লাভবান হওয়ার খামারিদের নানা দিক নির্দেশনা প্রদান করেন।
আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা সভায় ছোট বড় খামারিদের পশু লালন পালন সহ না না দিক নির্দেশনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ছোট বড় খামারিরা উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল