Wednesday , 26 November 2025

সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী২০২৫ অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

দে শীয় জাত আধুনিক প্রযুক্তি :প্রাণিসম্পদ হবে উন্নতি , এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

 ফিতা কেটে কেক কর্তন করা হয় , এবং বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। এরপর স্থানীয় খামারীদের পালনকৃত পশুপাখি ও নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী র স্টল পরিদর্শন করেন।

ডা: এ কে এম আনোয়ারুল হক জেলা প্রাণিসম্পদ অফিসার সিরাজগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আমিনুল ইসলাম মহোদয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সিরাজগঞ্জ,মো: নুরুল আমিন সিভিল সার্জন সিরাজগঞ্জ, মোঃ ফারুক হোসেন পুলিশ সুপার সিরাজগঞ্জ, কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ, মো: মাহবুবুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জ, মো: মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর উপজেলা,

প্রথমে রং বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, পরে ফিতা কেটে কেক কর্তন করা হয় , এবং বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। এরপর স্থানীয় খামারীদের পালনকৃত পশুপাখি ও নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী র স্টল পরিদর্শন করেন। সবশেষে এসব বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ : আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল সিরাজগঞ্জ সদর উপজেলা, বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সিরাজগঞ্জ।

Check Also

উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালী অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ …