Wednesday , 26 November 2025

উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালী অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ র‍্যালী বের করা হয়।

 

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পুষ্টিসম্মত খাবার উৎপাদনে জনগণকে উদ্বুদ্ধ করার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

র‍্যালীর মূল প্রতিপাদ্য ছিল ”’দেশীয় খাদ্য, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।”

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: এম এ মতিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এ সময় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মানুষ অংশ নেয় বর্ণাঢ্য এই র‍্যালীতে। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্রচারপত্র নিয়ে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

র‍্যালী মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পুষ্টিসম্মত খাবার উৎপাদনে জনগণকে উদ্বুদ্ধ করার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

Check Also

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ দে শীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে …