Thursday , 27 November 2025

শ্যামনগরে ১৬ দিন ব্যাপি নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার জন্য র‌্যালি আলোচনা সভা ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥  মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

৬ দিনের নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৫৬ নং দণি বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালী, চিত্র অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি যেমন সুযোগ বাড়িয়েছে, তেমনি ডিজিটাল প্লাট ফর্মে নারীরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। তাই পরিবার, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সকলে মিলে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

নারী ও কন্যাদের প্রতি সহিংসতা প্রতিরোধে “১৬ দিনের কার্যক্রম ২০২৫” উপলে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ল্েয ফেইথ ইন অ্যাকশন দ্বারা পরিচালিত সুন্দরবন ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড-এর আয়োজনে এবং ফেইথ ইন অ্যাকশন ও ওয়ার্ল্ড রিনিউ-এর সহযোগিতায় ২৬ নভেম্বর (বুধবার) , সকাল ৯টায় ১৫৬ নং দণি বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বর্ণাঢ্য র‌্যালী, চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সুন্দরবন ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মিসেস সুষমা রানী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব বিশ্বাস, ওসিসি অফিসার, শ্যামনগর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ ইন অ্যাকশন-এর নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, সাত-আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমুয়েল সাংমা, সীমান্ত ব্যাংকের শ্যামনগর শাখার ম্যানেজার আনোয়ার হোসেন এবং ১৫৬ নং দণি বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক খাঁজা নাজিম উদ্দিনসহ অন্যান্য শিকবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পিজি সদস্য, সিসিসি, কিশোর-কিশোরী, পিআই এর নেতৃবৃন্দসহ স্থানীয় শত শত নারী, পুরুষ ও কিশোরী মেয়েরা। র‌্যালী, চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি যেমন সুযোগ বাড়িয়েছে, তেমনি ডিজিটাল প্লাট ফর্মে নারীরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। তাই পরিবার, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সকলে মিলে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি সফল করার জন্য আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, এই প্রচার অভিযান কার্যক্রমটি নভেম্বর ১০ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্য বদ্ধ হন এবং সকলে অঙ্গকিারনামায় স্বার প্রদান করনে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআই-এর সহ-সভাপতি রবিউল ইসলাম।

Check Also

ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো নরসিংদী

॥ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প …