॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
উ ল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলের ক্লাস পার্টিকে ঘিরে উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।
শিক্ষকরা জানান, ক্লাস পার্টি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশ, দলগত কাজ ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক মিলনমেলায়।
শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃতি, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। প্রতিটি ক্লাসে নানা ধরনের সাজসজ্জা, খাবারের আয়োজন এবং ক্ষুদে শিক্ষার্থীদের হাসি আনন্দে মুখরিত হয়ে ওঠে স্কুলের প্রতিটি কোণ।
শিক্ষকরা জানান, ক্লাস পার্টি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশ, দলগত কাজ ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় করে।
অভিভাবকরাও সন্তানের আনন্দঘন মুহূর্ত দেখে সন্তোষ প্রকাশ করেন। দিনশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্লাস পার্টির কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
বিদ্যালয়ের পরিচালক তুহিন আলম জানান, এ প্রতিষ্ঠান ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে থাকে । যার দরুন উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলটি প্রথম স্থান দখল করেছে উপজেলার ভিতরে কিন্ডারগার্টেনটি ।
ব্যতিক্রম শিক্ষার্থীদের চরিত্র গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আদর্শ শিক্ষা পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে আরও শ্রেণিকক্ষ, স্মার্ট শিক্ষা উপকরণ ও আধুনিক ল্যাব স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের মাঝে বিনোদনের জন্য ক্লাসপার্টি, নাচ,গান ও বিভিন্ন খেলাধূলা করানো হয়। উল্লাপাড়া রেসিডেনসিয়াল স্কুলের এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় এক দিন উপহার দিল।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল