॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার পাংশা শাখা প্রধান মোঃ আশিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ নাহিদ শেখ।
পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক একেএম শরিফুল মোর্শেদ রনজু, মেসার্স হাসান ট্রেডার্সের অন্যতম স্বত্বাধিকারী মোঃ এবাদত আলী বিশ্বাস, অনুপম হার্ডওয়ারের স্বত্বাধিকারী কেএম ফজলে আলী ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা এস.এম আরিফ খান, স্বর্ণদ্বীপ ইলেক্ট্রিক্সের স্বত্বাধিকারী আব্দুর রশিদ,
স্বর্ণদ্বীপ বিউটি পার্লারের স্বত্বাধিকারী সুলতানা শবনম ইয়াসমীন, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), বিসমিল্লাহ টাইলস এন্ড সেনেটারীর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, মুকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমিন মুকুল, ব্যাংক এশিয়ার ম্যানেজার (অপারেশন) মোঃ রাশেদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার চৌধুরী সাজেদুস সালেহীন ও রাজীব কুমার সাহা, ব্যাংক এশিয়ার এ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ ওয়াহিদ-উজ-জামান ও ব্যাংক এশিয়ার অফিসার বিলাশ কুমার কুন্ডুসহ ব্যাংক এশিয়ার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল