Monday , 1 December 2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ’র দোয়া অনুষ্ঠান

॥  স্টাফ রিপোর্টার ॥

ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ’র পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভার পরিবর্তে বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জাতীয়তাবাদী দল বিএনপি’র কঠিন সময়েও তিনি এদেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে যাননি। এখন বিএনপি সুদিন আসছে। হে আল্লাহ তুমি আমার আপোষহীন নেত্রীকে সুদিন দেখার জন্য বাঁচিয়ে রাখো।

সোমবার (০১ ডিসেম্বর) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে, দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার মন খুবই খারাপ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমি দিন অতিবাহিত করছি। আমার নেত্রী আমার মা তিনি আজ খুবই অসুস্থ। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জাতীয়তাবাদী দল বিএনপি’র কঠিন সময়েও তিনি এদেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে যাননি। এখন বিএনপি সুদিন আসছে। হে আল্লাহ তুমি আমার আপোষহীন নেত্রীকে সুদিন দেখার জন্য বাঁচিয়ে রাখো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, পৌত্র আব্দুল্লাহ সিয়াম, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল যুবদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদল সহ দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আব্দুস সাত্তার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান শরাফী।

Check Also

নিরাপদ সড়ক চাই নিসচা’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায় দুস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ সং গ্রাম-সাফল্য ও গৌরবের ৩২ বছরে পথ চলা সামাজিক …