Monday , 1 December 2025

নিরাপদ সড়ক চাই নিসচা’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায় দুস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥

সং গ্রাম-সাফল্য ও গৌরবের ৩২ বছরে পথ চলা সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই নিসচা এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় দুস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

অধ্যক্ষ শ্যামল সহ নিরাপদ সড়ক চাই নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রম শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর সুস্থতা ও তাঁর সহধর্মিণী জাহানারা কাঞ্চন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সোমবার পহেলা ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় নিরাপদ সড়ক চাই নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিদায়ী ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান নিরাপদ সড়ক চাই নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ সোলায়মান মন্ডল ফুলকুড়ি বিদ্যানিকেতন এর অধ্যক্ষ শ্যামল সহ নিরাপদ সড়ক চাই নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রম শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর সুস্থতা ও তাঁর সহধর্মিণী জাহানারা কাঞ্চন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Check Also

জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরি হবে- -মাওলানা রফিকুল ইসলাম খান

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ জা মায়াত ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা …