॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
বে লকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো তারুণ্যের যৌথ সভা-২০২৫”
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি ও সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যেই এই যৌথ সভার আয়োজন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় ৬নং বড়ধুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিলমহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মাঠে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ শামীম সরকার, আহ্বায়ক, বেলকুচি উপজেলা যুবদল, তিনি বলেন, “তারুণ্যের শক্তিই পরিবর্তনের মূল চালিকাশক্তি। সংগঠনকে গতিশীল করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন— মোঃ সিরাজুল ইসলাম, সদস্য, বেলকুচি উপজেলা যুবদল, তিনি বলেন তরুণদের সংগঠিত ও সক্রিয় ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বেলকুচি উপজেলা যুবদল, মোঃ আব্দুল আলীম, আহ্বায়ক, বেলকুচি সদর ইউনিয়ন যুবদল, শাহজাহান প্রামানিক, আহ্বায়ক, বেলকুচি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোঃ আব্দুল মান্নান, আহ্বায়ক, বড়ধুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোঃ বাবু আকন্দ, সদস্য সচিব, বেলকুচি সদর ইউনিয়ন যুবদল, মোঃ আল-আমিন, সদস্য সচিব, বেলকুচি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোঃ আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক, বড়ধুল ইউনিয়ন যুবদল, মোঃ আব্দুল মোন্নাফ, সদস্য সচিব, বড়ধুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ডাঃ মোঃ নূর আলম, যুগ্ম আহ্বায়ক, বড়ধুল ইউনিয়ন যুবদল, মোঃ ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক, বড়ধুল ইউনিয়ন যুবদল, জনাব মোঃ কছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, বড়ধুল ইউনিয়ন যুবদল, মোঃ নুরনবী, সদস্য, বড়ধুল ইউনিয়ন যুবদল, মোঃ সাদ্দাম হোসেন, সদস্য, বেলকুচি সদর ইউনিয়ন যুবদল, মোঃ শহিদুল ইসলাম, সদস্য, বেলকুচি সদর ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি ও সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যেই এই যৌথ সভার আয়োজন।
সভাটি সঞ্চালনা করেন— মোঃ সুমন শেখ, সদস্য সচিব, বড়ধুল ইউনিয়ন যুবদল এবং মোঃ এম.এ মান্নান, সাবেক সভাপতি, বড়ধুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আয়োজনে করেন ৬নং বড়ধুল ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল