॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুরে অবস্থিত বেসিক সংস্থার অফিসে বেসিক সংস্থার নির্বাহী পরিচালক এম এ কাইয়ুম এর সভাপতিত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনজিও কো অর্ডিনেশন ফোরামের সভাপতি এম এ কাইয়ুম সভায় তিনি বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালের ২রা ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে টেঁকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ও এনজিওকে স্বমন্বিতভাবে কাজ করা অত্যাবশ্যক।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন তিনি বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র্য এবং অতি দারিদ্র্য জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এনজিও সংস্থাগুলো ভূমিকা রাখছে এবং দেশের দারিদ্র্য ও অবহেলিত মানুষের আর্থিক উপার্জনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ও স্বকল্প সোসাইটি ফুলবাড়ী এনজিও কো অর্ডিনেশন ফোরামের সভাপতি এম এ কাইয়ুম সভায় তিনি বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালের ২রা ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে টেঁকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ও এনজিওকে স্বমন্বিতভাবে কাজ করা অত্যাবশ্যক।
তিনি আরও বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ১১২০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র্য পশ্চাৎপদ এবং অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন মোছাঃ খাদিজা আক্তার এরিয়া ম্যানাজার সিসিডিবি জনাব চুন্নু টুডু চেয়ারম্যান আদিবাসী উন্নয়ন সমিতি ফুলবাড়ী সহ বেসিক সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল