॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
দূ র্নীতি দমন কমিশন (দুদক) এর নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটি পুনর্গঠন প্রসঙ্গে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, সততা চর্চা ও গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও শক্তিশালী করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। তারা নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবে।”
গত ২ ডিসেম্বর ২০২৫ দূর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয় এর পরিচালক জনাব মো: ফজলুল হক স্বাক্ষরিত একটি স্মারক জারি করা হয়েছে। তিন বছর মেয়াদী, নয় সদস্যের এই কমিটিতে সভাপতি হয়েছেন সরকারি বেগম নূরুনন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. হযরত আলী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. এনামুল হক। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব মো. ওমর ফারুক খান জুবায়ের কে।
সদস্য হিসাবে আছেন ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. হাফিজা বেগম, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. আব্দুর রব শোভন (তমাল), বিশিষ্ট নারী উদ্যোক্তা মোছা. নিলুফা খাতুন এবং এনজিও কর্মী মো. মোশারফ হোসেন।
কমিটি পুনর্গঠন প্রসঙ্গে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, সততা চর্চা ও গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও শক্তিশালী করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে। তারা নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবে।”
অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের বলেন, “দুদকের নির্দেশনা অনুযায়ী আমরা রায়গঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করবো। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সততার ও স্বচ্ছতার সংস্কৃতি ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।” তিন বছরের মেয়াদি এই কমিটি অবিলম্বে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল