Wednesday , 3 December 2025

সিরাজগঞ্জে ৩৪ তম, আন্তর্জাতিক ও ২৭ তম, জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

জা তিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য  Fostering disability inclusive for advancing social progress’—প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য কে, সামনে রেখে সিরাজগঞ্জে  ৩৪ তম, আন্তর্জাতিক ও ২৭ তম, জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। এজন্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজের সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায় অফির্সাস ক্লাবে জেলা প্রশাসন,  জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,  সিরাজগঞ্জের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সিরাজগঞ্জের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি, অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।  এর আগে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জে সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় ।

বর্ণাঢ্য র‍্যালির শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। এজন্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজের সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এবং  সমাজে ১২ প্রকারের প্রতিবন্ধী রয়েছে। এই প্রতিবন্ধী মানুষের কার্যকরি উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। ,প্রতিবন্ধীরা আমাদের সন্তান, তাদেরকে বোঝা ভাবা যাবে না। তাদেরকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে মানব সম্পদে পরিণত করা সম্ভব। প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে রাষ্ট্র এবং পরিবার উভয়কেই এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ  সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন,   এছাড়াও উপস্থিত ছিলেন  বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী,  প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবু হাসেম,  সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি উপ- ব্যবস্থাপক শিপন  চন্দ নাগ,  উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী,  দোবিলা বুদ্ধিপ্রতিবন্ধী অর্টিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন,  বাগবাটি  রাজিবপুর অটিষ্টিক প্রতিবন্ধী স্কুলের ছাত্রী আরিফা, কুলসুম খাতুন,প্রমুখ। এসময় জাতীয় প্রতিবন্ধী দিবসে ৪ টি হুইল চেয়ার প্রদান করা হয়।

Check Also

এনায়েতপুরে যমুনার চরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

॥ চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বি এনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও …