॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম।
এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট ( ট্রলার) তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৬০০কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার কোস্টগার্ডের একটি দল হাতিয়া উপজেলাধীন জাগলার চর সংলগ্ন মেঘনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট ( ট্রলার) তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৬০০কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের কে ছেড়ে দেয়া হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল