Friday , 5 December 2025

দেশমাতার সুস্থতা কামনায় সলংগা থানা বিএনপি’র দোয়া অনুষ্ঠিত।

॥  এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

জ ০৫/১২/২০২৫ই তারিখ রোজ শুক্রবার সলংগা কেন্দ্রীয় পাঠাগারে সলংগা থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিণী, সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা বলেন দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই প্রয়োজন, সারা বাংলাদেশের ধর্ম, গোত্র, বর্ণ সকল বেদাবেদ ভুলে গিয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য সকলেই যার যার অবস্থান থেকে প্রার্থনা করে দোয়া করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। দেশে যখনই বিপর্যয় ঘঠেছে তখনই বেগম খালেদা জিয়া শক্ত হাতে হাল ধরেছেন।

এসময় সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার এর সভাপতিত্বে ও সলংগা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আইয়ুব আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪-সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলংগা) বিএনপি মনোনীত সংসদ সদস্য ধানের প্রার্থী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সলংগা থানা বিএনপির সাবেক সহ সভাপতি মারুফ হাসান খোকন, সলংগা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাবিবুর রহমান সুজন, জহুরুল ইসলাম, সোলাইমান হোসেন সহ সলংগা থানা বিএনপির সকল সহযোগি অঙ্গ সংগঠন।

এসময় বক্তারা বলেন দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই প্রয়োজন, সারা বাংলাদেশের ধর্ম, গোত্র, বর্ণ সকল বেদাবেদ ভুলে গিয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য সকলেই যার যার অবস্থান থেকে প্রার্থনা করে দোয়া করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। দেশে যখনই বিপর্যয় ঘঠেছে তখনই বেগম খালেদা জিয়া শক্ত হাতে হাল ধরেছেন।

উপস্থিত আলোচকগণ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করেন সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।

Check Also

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের দোয়া অনুষ্ঠিত

॥  স্টাফ রিপোর্টার ॥ সা বেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার …