Tuesday , 20 January 2026

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করেছে তিনি চিকিৎসাহীনতায় ভুগেছে তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি তিনি এদেশের মানুষকে ছেড়ে যাননি আমাদের ছেড়ে যাননি তিনি ভরসা যুগিয়েছেন আমাদেরকে তিনি অভিভাবক হয়ে থেকে গেছেন আমাদের মাঝে আজ তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন আমরা তাঁর আশু ও রোগমুক্তি কামনা করছি

শুক্রবার ৫ ডিসেম্বর বাদ মাগরিব পার্বতীপুর উপজেলার ধাপের বাজার বিএনপির পার্টি অফিসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ফুলবাড়ী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক অষ্টিন তিনি বলেন সাবেক ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার সেখ হাসিনা একের পর এক মিথ্যা মামলা দিয়ে তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করেছে তিনি চিকিৎসাহীনতায় ভুগেছে তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি তিনি এদেশের মানুষকে ছেড়ে যাননি আমাদের ছেড়ে যাননি তিনি ভরসা যুগিয়েছেন।

আমাদেরকে তিনি অভিভাবক হয়ে থেকে গেছেন আমাদের মাঝে আজ তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন আমরা তাঁর আশু ও রোগমুক্তি কামনা করছি তিনি আবার আমাদের অভিভাবক হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমরা আজ এই দোয়া ও মিলাদ মাহফিলে তাঁর জন্য দোয়া করবো আমাদের যাঁদের পিতা-মাতা ক্ববরে গেছেন তাঁদের জন্য দোয়া করবো।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মোঃশফিকুল ইসলাম জুয়েল ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আল আমীন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Check Also

সীমান্ত ব্যাংক এর উদ্যোগে ২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরে সীমান্ত ব্যাংক পিএলসি চিরির বন্দর শাখার উদ্যোগে …