Tuesday , 20 January 2026

সাতক্ষীরার ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর’র ১৬তম মৃত্যু বার্ষিকীতে স্বরণসভা

॥  স্টাফ রিপোর্টার ॥

সা তক্ষীরার ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর’র ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে জেলা ভূমিহীন সমিতির উদ্যেগে কেন্দ্রীয় পাবরিক লাইব্রেরিতে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর’র ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে জেলা ভূমিহীন সমিতির উদ্যেগে

জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক ও জেলা ভূমিহীন সমিতির সদস্য হাবিবুর রহমান হাবিব।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডঃ আকবর আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজা, প্রভাষক ইদ্রিস আলী, মানবাধিকার কর্মী ফরুক সহ জেলার বিভিন্ন পর্যায়ের ভূমিহীনরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

Check Also

সীমান্ত ব্যাংক এর উদ্যোগে ২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরে সীমান্ত ব্যাংক পিএলসি চিরির বন্দর শাখার উদ্যোগে …