॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, সবাই আমাদের বন্ধু না, দেশেরও না। মাদক কারবারী ও সন্ত্রাস-নাশকতার সাথে জড়িতরা রেহাই পাবে না। এদের অস্তিত্ব দেখা পেলে বা অপরিচিত কারো অবস্থান সন্দেহজনক হলে গোপনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সুলতান মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক অপরাধ প্রবণতা কমিয়ে আনতে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে বলেন, কোন ক্রমেই যেন বাল্য বিয়ে না হয়। বাল্য বিয়েতে নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজনে তাকে তথ্য দিলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।
ইউএনও মোঃ রিফাতুল হক বলেন, বিধি বহির্ভূত ভাবে ক্লিনিক পরিচালনা এবং ভুয়া টেস্ট রিপোর্ট প্রদানকারী ক্লিনিক গুলোতে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ী, পরিবেশ দূষণ, ডেট এক্সপায়ার ওষুধ বিক্রয়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।
বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গোরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানের সীমানার বেড়ায় আগুন দিয়ে ক্ষতি সাধনের সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সবাই আমাদের বন্ধু না, দেশেরও না। মাদক কারবারী ও সন্ত্রাস-নাশকতার সাথে জড়িতরা রেহাই পাবে না। এদের অস্তিত্ব দেখা পেলে বা অপরিচিত কারো অবস্থান সন্দেহজনক হলে গোপনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি। এদিকে, সভার শুরুতে পাংশা মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। শেখ মঈনুল ইসলাম গত ৭ই ডিসেম্বর পাংশা মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানায় কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল