Wednesday , 10 December 2025

নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে । মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ। এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুহূর্তে লেপ-তোষকের কারখানার আগুন দ্রুত পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে কারখানা সহ চা দোকান, মুদি দোকান ও ফার্মেসী দোকানসহ আরও আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে জামাল মার্কেটে শর্ট সার্কিট হইতে আগুনের সূত্রপাত হয়। ওই সময় মার্কেটে কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে যায়। মুহূর্তে লেপ-তোষকের কারখানার আগুন দ্রুত পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে কারখানা সহ চা দোকান, মুদি দোকান ও ফার্মেসী দোকানসহ আরও আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউ শোভণ ম্যাট্রেসের মালিক জানান শোরুমে প্রায় ৪০/৪৫ লাখ টাকার মাল মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার জীবনের যেটুকু সঞ্চয় ছিলো সব কিছু ধুলিরসাথ হয়ে গিয়েছে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ আরও বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নয়টি দোকানের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Check Also

সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার জামায়াত মনোনীত প্রার্থীর রিক্সা মিছিল অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বাং লাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার …