Sunday , 25 January 2026

সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার জামায়াত মনোনীত প্রার্থীর রিক্সা মিছিল অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জ-২ ( সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বিশাল রিক্সা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শত শত রিক্সায় হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে, তাদের এই রিক্সা শোডাউন মহড়া শহরের প্রধান প্রধান শহর অতিক্রম করে

মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে শহরের বাজার স্টেশন থেকে শুরু করে, থানা রোড, ভাসানী কলেজ রোড,, বিএ কলেজ রোড,ভাসানী মিলনায়তন রোড, এস এস রোড, গো শালা হয়ে, বাজার স্টেশনে এসে শেষ হয়। শত শত রিক্সায় হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে।
মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে, তাদের এই রিক্সা শোডাউন মহড়া শহরের প্রধান প্রধান শহর অতিক্রম করে জনসাধারণ কে, জানান দেওয়া হয়। এ সময় দাঁড়িপাল্লায় ভোট চাই , স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর ।

Check Also

সরকার গঠন করতে পারলে ইনসাফভিত্তিক রাষ্ঠ গঠন করা হবে – সিরাজগঞ্জে ডঃ শফিকুল রহমান

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ …