Thursday , 11 December 2025

হাতিয়ার মানুষ চাইলে নির্বাচন করব, না হয় করব না — এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ।।

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥

জা তীয় নাগরিক পার্টির (এনসিপি’র) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬(হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার উন্নয়নে দলমত নির্বিশেষে সকল কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাতিয়ার মানুষ চাইলে ইলেকশন করব,‌ না হয় করব না।

 

হাতিয়ার নদী ভাঙন রোধ ও উন্নয়নের বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হওয়ার আহবান জানানোর এক পর্যায়ে উপস্থিত জনতা ও কর্মী-সমর্থকদের নিয়ে- “বেকে (সকলে) আইয়েন মিলে যায়- দ্বীপ বাঁচাইবার শেষ লড়াই। বেকে আইয়েন মিলে যায়, হাতিয়াকে বদলাই” শ্লোগানে “মার্চ ফর চেঞ্জ ” পথসভা মুখরিত হয়ে উঠে।

ঘকিন্তু হাতিয়াবাসীকে কারো কাছে জিম্মি হতে দেব না। আমরা শুধু স্বপ্ন দেখিনা, স্বপ্ন বাস্তবায়ন ও করি। স্বপ্ন বাস্তবায়ন করতে সাহস লাগে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে এনসিপি’র ‘মার্চ ফর চেঞ্জ’ শো ডাউন উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কারো বিরুদ্ধে বলতে আসেনি,আমি এসেছি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলতে। আমি মজলুমের পক্ষে এবং জালিমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমরা গোলামীর জিঞ্জির ভাঙতে সক্ষম হয়েছি। এক বছর আগে কথা দিয়েছিলাম- হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলব এবং ফেরি সার্ভিস চালু করবো। এখন তা দৃশ্যমান হতে শুরু করেছে।

এনসিপির এ নেতা আরো বলেন, নৌ-ঘাটের অনিয়মে শুধু মোহাম্মদ আলীর (সাবেক এমপি) নাম রটে গেছে । এখন কারা যাত্রী হয়রানি করে? কারা অনিয়ম করে? জনগণ তা দেখছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটে লড়ার বিষয়ে তিনি বলেন, হাতিয়ার মানুষ যদি আমাকে ভোট করতে বলে- তবেই ইলেকশন করবো। ভোটের জন্য মারামারি-হানাহানি করতে পারব না।

হাতিয়ার নদী ভাঙন রোধ ও উন্নয়নের বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হওয়ার আহবান জানানোর এক পর্যায়ে উপস্থিত জনতা ও কর্মী-সমর্থকদের নিয়ে- “বেকে (সকলে) আইয়েন মিলে যায়- দ্বীপ বাঁচাইবার শেষ লড়াই। বেকে আইয়েন মিলে যায়, হাতিয়াকে বদলাই” শ্লোগানে “মার্চ ফর চেঞ্জ ” পথসভা মুখরিত হয়ে উঠে।

Check Also

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মানবাধিকার দিবস পালন আলোচনা সভা, র‍্যালি ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের …