Thursday , 29 January 2026

হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ঢা কায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলনের পৌর ও উপজেলা শাখার আয়োজনে নেতা-কর্মীরা শুক্রবার রাতে মোংলা পৌর শহরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে এ ঘটনার প্রতিবাদে পৌর মার্কেট চত্বরে আধা ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 হাদির উপর যারা গুলি চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আবারও জুলাইর মত আন্দোলন শুরু করা হবে। বিক্ষোভ, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি শেষে হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোংলা পৌর সভাপতি মোঃ নাঈম বিন রফিক, সাধারণ সম্পাদক মোঃ আলআমিন কাজী, উপজেলা সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিন আব্দুল আজিজ ও পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, হাদির উপর যারা গুলি চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আবারও জুলাইর মত আন্দোলন শুরু করা হবে। বিক্ষোভ, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি শেষে হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Check Also

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও …