॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
র বিবার সকাল ১১ টায় বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
বক্তারা বলেন ১৯৭১ সালে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্য দিয়ে আমাদের জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলেন পাকিস্তানী হানাদার বাহিনী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলন নেতা মূসা হাসেমী বলেন স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বুদ্ধিজীবী নিহতদের সঠিক সংখ্যা ও তালিকা করা হয়নি।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখায় সাধারণ সম্পাদক সাংবাদিক আশিকুর রহমান জুয়েল, বেলকুচি রিপোর্টার ট্রাষ্টের সভাপতি সাংবাদিক রেজাউল করিম। বক্তারা বলেন ১৯৭১ সালে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্য দিয়ে আমাদের জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলেন পাকিস্তানী হানাদার বাহিনী।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল