Tuesday , 16 December 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশুসহ আহত-২

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন গৃহবধূ নিহত শিশুসহ অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় গোলচত্বরে এ দূর্ঘটনা ঘটে।

 

 তাঁরা আরও বলেন এখান থেকে ২-শতগজ সামনে যাত্রীছাউনি অথচ সেখানে না দাঁড়িয়ে টার্নিংয়ে এসে দাঁড়ায় আগে এখানে ট্রাফিক সিস্টেম থাকলেও গেল ২-৩ বছর ধরে ট্রাফিক না থাকায় প্রায় এরকম দূর্ঘটনার কবলে পড়েন অনেকেই। তাই সংশ্লিষ্ট মহলের কাছে স্থানীয়রা বিনীত অনুরোধ জানান বাস তাঁর নির্ধারিত যাত্রীছাউনিতে দাঁড়াক

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আনোয়ারা বেগম নামে একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ঐ গৃহবধূ নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চিলাপাড়া গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আশিক এর সাথে কথা বললে তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং ঘাতক বাসটিকে আটক করি চালক ও তাঁর সহযোগী পালিয়েছে মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় গোলচত্বর একটি গুরুত্বপূর্ণ টার্নিং এখানে এসে বাসগুলো দাঁড়ায় শহরের দিকে মটরসাইকেল অটো রিক্সা ভ্যান টার্নিং নিতে গেলে বাস ট্রাক বড় যানবাহনের সমূক্ষিন হতে হয়। তাঁরা আরও বলেন এখান থেকে ২-শতগজ সামনে যাত্রীছাউনি অথচ সেখানে না দাঁড়িয়ে টার্নিংয়ে এসে দাঁড়ায় আগে এখানে ট্রাফিক সিস্টেম থাকলেও গেল ২-৩ বছর ধরে ট্রাফিক না থাকায় প্রায় এরকম দূর্ঘটনার কবলে পড়েন অনেকেই। তাই সংশ্লিষ্ট মহলের কাছে স্থানীয়রা বিনীত অনুরোধ জানান বাস তাঁর নির্ধারিত যাত্রীছাউনিতে দাঁড়াক এবং ফুলবাড়ী ঢাকা মোড় গোলচত্বর টার্নিং পয়েন্টে ট্রাফিক সিস্টেম চালু রাখা হোক।

Check Also

এনায়েতপুরে বিএনপির মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলার এনায়েতপুরে ১নং সদিয়াচাঁদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনায় …