Tuesday , 16 December 2025

হাতিয়ায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে কোস্টগার্ড

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে কোস্টগার্ড। রবিবার ( ১৪ ডিসেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম উল হক।

 

অভিযান চালিয়ে জামসেদ উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারি কে এক কেজি গাঁজাসহ আটক করেছে।‌ যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। ধৃত মাদক কারবারির বাড়ি চর ঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার (১৪ ডিসেম্বর )ভোরে কোস্টগার্ডের একটি দল হাতিয়া পৌর সভার ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামসেদ উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারি কে এক কেজি গাঁজাসহ আটক করেছে।‌ যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। ধৃত মাদক কারবারির বাড়ি চর ঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারি কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।-

Check Also

মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ম হান বিজয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারনের …