॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে না না কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনারের মধ্য দিয়ে ফুলবাড়ী থানা পুলিশ ফুলবাড়ী সিভিল ডিফেন্স ও আনসার সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন শেষে অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ সহ ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
এরপর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অভিবাদন মঞ্চে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর উপস্থিতিতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনারের মধ্য দিয়ে ফুলবাড়ী থানা পুলিশ ফুলবাড়ী সিভিল ডিফেন্স ও আনসার সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন শেষে অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে দিনব্যাপী জাতীয় সংগীত নিত্য পরিবেশন সহ বিভিন্ন খেলা ধুলার প্রতিযোগিতা পর্ব শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল লতিফ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রানি সম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন সহকারী কৃষি অফিসার শাহানুর রহমান উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী না না শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল