Wednesday , 17 December 2025

তদন্ত ছাড়াই মিথ্যা মামলায় ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জুলাই আন্দোলনের প্রথম সারির সাহসী ছাত্রনেতা মোঃ জুয়েল শেখের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

তারা অভিযোগ করে বলেন, নির্দোষ হওয়া সত্ত্বেও জুয়েল শেখকে হয়রানি করা হচ্ছে। পরিবারটির দাবি, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।

আজ বুধবার ১৭ ডিসেম্বর২০২৫, বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে নাজমুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মোঃ জুয়েল শেখের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ রায়হান বিজয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মোঃ জুয়েল শেখ একজন মেধাবী ছাত্র ও নির্ভীক ছাত্রনেতা। জুলাই আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা সবার জানা। তাঁকে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি। তিনি অবিলম্বে জুয়েল শেখের মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হোসেন মেহেদী, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল, মোঃ জুয়েল শেখ, ছাত্রসমাজের অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে সম্মান ফিরিয়ে দিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোছাঃ মনি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আরমিনা ইসলাম। এসময় মোঃ জুয়েল শেখের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। তারা অভিযোগ করে বলেন, নির্দোষ হওয়া সত্ত্বেও জুয়েল শেখকে হয়রানি করা হচ্ছে। পরিবারটির দাবি, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।

Check Also

সিরাজগঞ্জ মুকুল ফৌজ এর পক্ষ থেকে নব-নির্বাচিত চেম্বার প্রেসিডেন্ট বাচ্চু, সহ নেতৃবৃন্দকে  সংবর্ধনা প্রদান

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ “স ত্য -সুন্দর- সাম্য” এই  শ্লোগান কে সামনে রেখে -জাতীয় শিশু …