॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
জ নগণের অধিকার আদায় এবং গণতান্ত্রিক ধারাকে বেগবান করার লক্ষ্যে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)” কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটি নোয়াখালী জেলায় “জাতীয় নাগরিক পার্টি”র সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করবে এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপরেখা প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আগামী ছয় (০৬) মাসের জন্য ৮৬ সদস্য বিশিষ্ট “নোয়াখালী জেলা” আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তারিখে কেন্দ্রীয় সদস্য-সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। নবগঠিত এই কমিটিতে প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইনকে আহ্বায়ক এবং এডভোকেট জাকির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ: সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আশরাফুল আজিম বাপ্পী এবং এডভোকেট মোহাম্মদ ফারুক। যুগ্ম আহ্বায়ক: কাজী মাইন উদ্দিন তানভীর, অধ্যাপক ড. মো. আবু নাছের, মো. হানিফ, তানভীরুল হক, ওয়ারেন্ট অফিসার (অব.) সাহেদ উদ্দিন, মো. সোয়াইফ উদ্দিন (শামীম), গোলাম কিবরিয়া, মো. সেলিম খান মুকুল, মো. রাশেদুল ইসলাম, মো. ফয়সাল, মো. আতিক হাসান এবং ড.আবু মোহাম্মদ কায়েস।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আব্দুল আউয়াল চৌধুরী তারেক এবং আবু সুফিয়ান। যুগ্ম সদস্য সচিব: মো. মামুন হোসেন, মো. সামসুদ্দিন লিটন, ওয়াহেদ উদ্দিন মাহমুদ মুকুল, ইউসুফ আলী চৌধুরী, মো. খোরশেদ আলম, ইখতার হোসেন (আয়াত) সহ ১১ জন। সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন তুহিন ও আশরাফ উদ্দিন আসিফ। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক:হিসেবে নাহিদা সুলতানা ইতু।
দপ্তর সম্পাদক: মো. নূর হোসাইন। প্রচার সম্পাদক: সম্পাদক হিসেবে হোসাইন আহমেদ গালিব দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ: হিসেবে চিকিৎসক ওসমান গণিকে।দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-প্রচার সম্পাদক এবং সদস্য হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও দক্ষ সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটি নোয়াখালী জেলায় “জাতীয় নাগরিক পার্টি”র সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করবে এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপরেখা প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রচারে: দপ্তর বিভাগ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অস্থায়ী কার্যালয়: রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল