॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

ভৈরব বাজারে এই ঘটনা ঘটেছে। এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের ৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয় ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এই ঘটনা ঘটেছে। এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের ৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয় ।
আহতরা হচ্ছে চর কিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), যুবদল কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।
এ ব্যাপারে হাতিয়া থানার ওসি মোঃ সাইফুল আলম জানান, এটি কোন রাজনৈতিক বিরোধ নয়। স্থানীয় ভাবে মারামারির ঘটনা ঘটেছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল