Monday , 22 December 2025

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল দুই কৃষকের খড়ের গাদা, লাখ টাকার ক্ষতিতে দিশেহারা পরিবার

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই কৃষকের খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। খড় পুড়ে যাওয়ায় গবাদিপশু নিয়ে চরম সংকটে পড়েছে দুটি পরিবার।

 

 

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা কিংবা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক সরকার জানান, তাঁর আটটি গরু রয়েছে। এসব গরুর খাবারের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রায় এক লাখ টাকা ব্যয়ে খড় সংগ্রহ করে গাদা করে রেখেছিলেন। কিন্তু গভীর রাতে কে বা কারা সেই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। আগুনে মুহূর্তেই সব খড় পুড়ে যায়। তিনি আরও বলেন, “আমার ছোট ভাই আব্দুল মজিদ সরকারের ১০টি গরু রয়েছে। তার খড়ের গাদাও একইভাবে পুড়ে শেষ হয়ে গেছে। এতগুলো গরু নিয়ে আমরা এখন কী করব বুঝতে পারছি না। সামনে শীতকাল, খড় ছাড়া গরু বাঁচানো কঠিন।”

ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব খড় পুড়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ৩.৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ …