॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে(সোমবার ২২ ডিসেম্বর ) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভায় বিশেষভাবে মুকুন্দগাতী বাজারসহ উপজেলার বিভিন্ন ব্যস্ত এলাকায় নিয়মিত যানজটের কারণে জনদুর্ভোগের বিষয়টি উঠে আসে।
নিয়মিত ট্রাফিক ডিউটি নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর ব্যবস্থাপনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।এছাড়া সভায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। এটি প্রতিরোধে বিয়ের আগে বয়স যাচাই নিশ্চিত করা,
আলোচনায় বলা হয়, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা দুর্বল থাকায় প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় বাজার চলাকালীন সময়ে নিয়মিত ট্রাফিক ডিউটি নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী কার্যকর ব্যবস্থাপনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।এছাড়া সভায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। এটি প্রতিরোধে বিয়ের আগে বয়স যাচাই নিশ্চিত করা, ইউনিয়ন পর্যায়ে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক,বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃ আসফিয়া সাবেরীন, মুকুন্দগাতি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যানগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল