॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
হা তিয়া উপজেলার জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে।

ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। নিহতের মধ্যে আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে।
আজ সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবতই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় আলাউদ্দিন গ্রুফ ও শামসু গ্রুফের মধ্যে সংঘর্ষ চলে আসছিলো।
একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। নিহতের মধ্যে আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে।
অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্গম এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী পৌছাঁতে বিলম্ব হচ্ছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ,নৌবাহিনী ও কোস্টগার্ড রয়েছে। এখন পর্যন্ত ৫ টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল