॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
বি এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থানার স্থল ইউনিয়ন বিএনপির আয়োজনে ছোট চৌহালী চরে দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাজী এমদাদুল হকের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত করেন, যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আলাউদ্দিন বেপারী। প্রধান অতিথি ছিলেন, এনায়েতপুর থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, থানা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, জহুরুল ইসলাম জোদ্দার, বিজয় আহমেদ, থানা সদস্য হারান সরকার ও রফিকুল ইসলাম সুপি, থানা কৃষকদলের সভাপতি ইদ্রিস ভূইয়া ও তাঁতী দলের সভাপতি আনসার আলী, সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আলমগীর সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল