Monday , 29 December 2025

সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও অসহায় দুস্থদের চিকিৎসা সেবা প্রদান

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

র্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দিনাজপুর জেলা সেক্টর কর্তৃক ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনাস্থ সীমান্তবর্তী এলাকার বসবাসরত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পে অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান মাদক মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে

সোমবার ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের জামগ্রাম মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় দুস্থ নারী পুরুষ শিশু বৃদ্ধ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় দুস্থ মানুষের পাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে করোনাকালীন খাদ্য সহায়তা প্রদান বন্যাদুর্গত এলাকায় জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্গম সীমান্তে অসহায় দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রয়োজনীয় ঔষুধ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় চলমান তীব্র শীতে সীমান্তবর্তী এলাকাগুলোতে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দিনাজপুর সেক্টর এর আওতাধীন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ আমড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় নারী পুরুষ বৃদ্ধ শিশুসহ ৩শত জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ৬শত জন নারী পুরুষ শিশু বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজীয় ঔষধ বিতরণ করা হয়।

সীমান্তে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দিনাজপুর সেক্টর সদরদপ্তর এর উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বিজিবিএম পিবিজিএম পিএসসি বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান মাদক মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে এবং দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় মূহুর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও আস্থার প্রতীক প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর শীতকালীন কর্মসূচি হিসেবে সীমান্তবর্তী এলাকার অসহায় দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আজকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্যে সীমান্তে সার্বিক পরিস্থিতি মোকাবেলা মাদক দমন ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর নিরাপত্তা নিশ্চিতসহ জনসেবামূলক কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সবসময় জনগণের পাশে থাকার কথা জানান ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাবের বিন জব্বার পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান পিবিজিএমএস ৩ কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

শহীদ মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং এসএমএস ফাউন্ডেশনের বৃত্তি, সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “শহীদ মডেল স্কুলে অধ্যয়নরত …