॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
ইং রেজিতে একটি প্রবাদ আছে Time is tide wait for none. অর্থাৎ সময় কাহারো জন্য থেমে থাকে না, তাই প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগানো উচিত।এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মডেল স্কুল কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার পহেলা জানুয়ারি ২০২৬ উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব কর্মসূচির শুভ উদ্বোধন করলেন শহীদ মডেল স্কুলের পরিচালক জনাব মোহাম্মদ হাছানুজ্জামান তালুকদার রঞ্জু।

এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বছরের শুরুতে বই বিতরন কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক বৃন্দ এবং সুধীজন।
প্লে থেকে শুরু করে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে এই বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এই বই বিতরণ কে কেন্দ্র করে শহীদ মডেল স্কুলে, ছাত্র-ছাত্রী /অভিভাবক বৃন্দ /এবং শিক্ষক শিক্ষিকাদের পদচারণায় মুখরিত ছিল শহীদ মডেল স্কুল ক্যাম্পাস। বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দিত এবং খুশি ছাত্র-ছাত্রী বৃন্দ।
এ বিষয়ে পরিচালক হাছানুজ্জামান তালুকদার রঞ্জু বলেন, সঠিক সময়ে বই বিতরণ, এবং সঠিক সময়ে পড়াশোনা সম্পন্ন করতে পারলে,তবেই জীবনে সফলতা আসবে। সময়ের কাজ সময়েই করতে হবে। সারাদেশে আজ থেকে শুরু হয়েছে নতুন বই বিতরণ উৎসব।
এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বছরের শুরুতে বই বিতরন কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক বৃন্দ এবং সুধীজন। আজকের ছাত্র ছাত্রী আগামী দিনের সুনাগরিক হয়ে এই দেশ পরিচালনা করবেন। তাই তাদেরকে এখন থেকেই সুশিক্ষায় শিক্ষিত করে, মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে, এমনটাই
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল