Thursday , 1 January 2026

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদ সার জব্দ করে জরিমানা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার জব্দ ও ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫.) সন্ধ্যায় উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের পূর্বপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।

 

এরপর তাৎক্ষণিক সেই সার সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি এবং ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিসিআইসির সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউন পরিদর্শনকালে বিধিমালা ভঙ্গ করে অবৈধভাবে মজুদ করে রাখা ৪৬ বস্তা ইউরিয়া (প্রায় ২৩ শ কেজি) সার জব্দ করা হয়।

এরপর তাৎক্ষণিক সেই সার সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি এবং ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে আর অপরাধ না করার মুচলেকা প্রদান করায় ডিলার রেজাউল করিম রঞ্জু কে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।

Check Also

উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে নতুন বই বিতরন অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ইং রেজিতে একটি প্রবাদ আছে Time is tide wait …