Friday , 2 January 2026

স্থগিত হওয়া মোংলা প্রেস ক্লাব নির্বাচন ৮ জানুয়ারি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা প্রেস ক্লাব নির্বাচন আট দিন পিছিয়ে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মানিক।

তফশিল অনুযায়ী গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের সংবাদ আসার পর তাৎক্ষণিকভাবে নির্বাচন স্থগিত করা হয়।

এর আগে, মঙ্গলবার সকালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্ধারিত মোংলা প্রেস ক্লাব নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো। প্রসঙ্গত, তফশিল অনুযায়ী গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের সংবাদ আসার পর তাৎক্ষণিকভাবে নির্বাচন স্থগিত করা হয়।

শুক্রবার ভোটগ্রহণের নতুন দিন ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মানিক সহ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সদস্যরা।

Check Also

বেলকুচিতে আটককৃত শুল্কমুক্ত সুতা ছেড়ে দিলো পুলিশ

॥ সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ বে লকুচিতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আসা সুতাভর্তি একটি কাভার্ডভ্যান সিরাজগঞ্জের বেলকুচিতে জব্দ …