॥ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধি ॥
ত রুণ ছাত্র ও যুব সমাজের মাঝে মাদক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে তওবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন তিনি তরুণ ছাত্র ও যুবকদের উদ্যেশ্যে ক্রীড়া মনোযোগী ও মাদক থেকে বিরত থাকার সচেতনতা সহ না না দিক নির্দেশনা প্রদান করেন।
শনিবার ৩ জানুয়ারী ফুলবাড়ী পৌর শহরের কাটাবাড়ী নতুন মসজিদ মাঠে তওবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূণর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মোঃ ইমদাদ হোসেন এর সভাপতিত্বে কাটাবাড়ী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ সাজিদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় ১৬ টিমের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন তিনি তরুণ ছাত্র ও যুবকদের উদ্যেশ্যে ক্রীড়া মনোযোগী ও মাদক থেকে বিরত থাকার সচেতনতা সহ না না দিক নির্দেশনা প্রদান করেন।
খেলায় বিশেষ অতিথিরা ছিলেন মোঃ আব্দুল কাইয়ুম আনসারী আহ্বায়ক ফুলবাড়ী থানা ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার মাসুদ সাবেক পৌর কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান বাবু বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাড়ী মোঃ নিয়ামুল করিম শান্ত জেনারেল সেক্রেটারী ফুলবাড়ী থানা সমিতিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল