॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারী) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “প্রযুক্তি মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে আত্ম-অনুসন্ধান কর্মসূচি পালিত হয়েছে।
“প্রযুক্তি মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে আত্ম-অনুসন্ধান
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগারিতে ৩জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। উপস্থাপনা করেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) ক্যাটাগরিতে হোসেনডাঙ্গা গ্রাম ঘূর্নায়মান তহবিলের সভাপতি, কলিমহর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আলী, একই ক্যাটাগরিতে যশাই ইউপির সমসপুর গ্রাম ঘূর্নায়মান তহবিলের সভাপতি মোঃ ইছাহাক আলী ও শ্রেষ্ঠ কর্মদল ক্যাটাগরিতে সরিষা ইউপির খামারডাঙ্গা গ্রাম ঘূর্নায়মান তহবিলের সভাপতি মাহবুব হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল গনী, পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বেচ্ছাসেবী বিভিন্ন সমিতির লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল